অবশেষে স্পেনের ফুটবল প্রধানের পদত্যাগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

সেই চুমুকাণ্ডের পর স্প্যানিশ ফুটল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস পদত্যাগ করেছেন। নারী বিশ্বকাপ জয়েরে পর স্পেনের উদযাপনের সময় দলটির ফরোয়ার্ড জেনি হেরমোসোকে চুমু দিয়েছিরেন তিনি।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রুবিয়ালেসের বিরুদ্ধে আইনিভাবে অভিযোগ করেন জেনি।
আরও পড়ুন: চিন্তার কারণ নেই, এখনো এক্সপেরিমেন্ট চলছে: বিসিবি সভাপতি
রুবিয়ালেস জানায়, তিনি ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। তিনি বলেছেন, “আমি আমার কাজ চালিয়ে যাবো না।”
ইউয়েফার ভাইস প্রেসিডেন্টের পদ থেকেও পদত্যাগ করেছেন ৪৬ বছর বয়সী রুবিয়ালেস। সূত্র: বিবিসি