Logo

নতুন লুকে শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৩, ২০:১৪
66Shares
নতুন লুকে শাকিব খান
ছবি: সংগৃহীত

আর এ সিনেমাতেই তাকে দেখা যাবে বলিউড ভাইজান খ্যাত সালমান খানের নায়িকার সঙ্গে রোমান্স করতে।

বিজ্ঞাপন

‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে এখনও আলোচনায় রয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। সেই রেশ কাটতে না কাটতেই নতুন উন্মাদনায় মাতালেন তিনি। বেশকিছু দিন ধরেই আলোচনায় আছেন নতুন সিনেমা নিয়ে।

শাকিব খানের নতুন এ ছবির নাম ‘দরদ’। আর এ সিনেমাতেই তাকে দেখা যাবে বলিউড ভাইজান খ্যাত সালমান খানের নায়িকার সঙ্গে রোমান্স করতে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রুপালি পর্দায় শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জারিন খানকে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমা নির্মিত হবে ৩৫ দিনের শিডিউলে। তাই বালাদেশ তো বটেই, ভারতেও মুক্তি পাবে এ আলোচিত সিনেমাটি।

বিজ্ঞাপন

নির্মাতা অনন্য মামুন পরিচালিত এ ছবি সর্বশেষ তথ্য বলছে, বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে শাকিবের নতুন সিনেমা ‘দরদ’।

বিজ্ঞাপন

সম্প্রতি এ ছবি নিয়ে অন্তর্জালে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। শাকিব তার ‘প্রিয়তমা’ সিনেমায় নতুন লুক দিয়ে যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক একইভাবে এ সিনেমাতেও চমক দেবেন- এমনটাই প্রত্যাশা করছে ভক্তরা।

বিজ্ঞাপন

নতুন ছবি ‘দরদ’-এ শাকিবের লুক কেমন হবে তা দেখার জন্য কিছুতেই যেন অপেক্ষা করতে পারছিলেন না শাকিবিয়ানরা। তাই এআই প্রযুক্তি ব্যবহার করে ‘দরদ’ সিনেমার পোস্টার ও শাকিবের লুক এরই মধ্যে তৈরি করে ফেলেছেন শাকিবের ফ্যানরা।  ‘শাকিবিয়ান আর্মি (বাংলাদেশ)’ নামে ফেসবুক পেজ থেকে প্রকাশিত সেই ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া শীর্ষ এ নায়কের সেই লুক দেখে তো নেটিজেনদের রাতের ঘুম হারাম। এখন দেখার বিষয়, নতুন সিনেমা ‘দরদ’র ভার্চুয়াল জগতের শাকিবের লুককে টেক্কা দিতে পারবেন কিনা বাস্তবের শাকিব।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD