মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে হিরো আলম, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলেন টুঙ্গিপাড়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তিনি সংগঠের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে একটি মিনিবাসে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে ঢাকা থেকে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।
যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, “হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।”
এ সময় হিরো আলম বলেন, “প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।”
জেবি/এসবি