একদিন ডেঙ্গুতে প্রাণ গেল ১১ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ জনই ঢাকার বাইরের।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯১১ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ূন: খাগড়াছড়িতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৩ হাজার ৪৬১ জন। মৃত্যুবরণ করেছেন ৭৫২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৩১ জন এবং ঢাকা সিটির বাইরের ২২১ জন।
আরও পড়ূন: ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ২৮১ জন।
জেবি/এসবি