পাকিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ত্রিশ জনের প্রাণহানির আশংকা করা হচ্ছে দেশটির পেশাওয়ারের কোচা রিসালদারে এক মসজিদে শুক্রবার (৪ মার্চ) বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছে। স্থানীয় লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাসপাতালে অন্তত ৩০ জনের দেহ আনা হয়েছে।
পেশাওয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ এই বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টা করে। এ সময় এর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের ওপর গুলি চালায় তারা। এতে ঘটনাস্থলে একজন পুলিশ নিহত হয়েছে এবং আরেকজন আহত হয়েছে। এর পরই ওই মসজিদে বিস্ফোরণ ঘটে।
তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ওআ/