টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টির বাগড়ায় ভেস্তে যাওয়া ম্যাচে অবশেষে টস হয়েছে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাবর আজম।
খবর বলছে শ্রীলঙ্কার ঘন মেঘ কেটে গেছে। কলম্বোর আকাশ এখন অনেকটাই পরিষ্কার।
২ ঘন্টা দেরিতে টস অনুষ্ঠিত হওয়ায় কমেছে খেলার দৈর্ঘ্য। এবার বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে খেলা। ম্যাচটি হবে ৪৫ ওভারে।
আরও পড়ুন: বৃষ্টি-ভেজা মাঠ, সময় মতো টসও হয়নি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের
অবশেষে ক্রিকেটের সঙ্গে আপোষ করেছে বৃষ্টি! কলম্বোর আকাশ এখন পুরোপুরি পরিষ্কার। ২ ঘন্টা দেরিতে অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে জয় হয়েছে বাবর আজমের। পাকিস্তান অধিনায়ক আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে খেলা। ম্যাচ হবে ৪৫ ওভারের।
আরও পড়ুন: আগে থেকেই বিশ্বকাপে ফেরার পরিকল্পনা ছিল বেন স্টোকসের
এদিকে, পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের জয়ই অনেকটা ফাইনালিস্ট নির্ধারণে বড় ভূমিকা রাখবে। পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারালেও ভারতের কাছে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে। শ্রীলঙ্কাও বাংলাদেশকে হারিয়েছে। তবে ভারতের সাথে সুবিধা করতে পারেনি।
জেবি/এসবি