বৃষ্টি-ভেজা মাঠ, সময় মতো টসও হয়নি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩


বৃষ্টি-ভেজা মাঠ, সময় মতো টসও হয়নি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের
ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে সময় মতো টসও করতে পারেনি শ্রীলঙ্কা-পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় খেলাটি শুরু হওয়ার কথা ছিল। 


সেই হিসেবে টস হওয়ার কথা বিকেল ৩টায়। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। 


আরও পড়ুন: আগে থেকেই বিশ্বকাপে ফেরার পরিকল্পনা ছিল বেন স্টোকসের


দুপুর আড়াইটার পরে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হালকা বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি মাঝে কিছুটা সময় থামলেও আবার শুরু হয়। সবমিলিয়ে টসের জন্যই মাঠে নামতে পারছে না কোনো দল।


এদিকে পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের জয়ই অনেকটা ফাইনালিস্ট নির্ধারণে বড় ভূমিকা রাখবে। পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারালেও ভারতের কাছে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে। শ্রীলঙ্কাও বাংলাদেশকে হারিয়েছে। তবে ভারতের সাথে সুবিধা করতে পারেনি।