সরকার টাকা দেয় না, ক্রিকেটাররাই দেশের বড় করদাতা: মিরাজ

ক্রিকেটারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ হারালেও মাঠে ফেরেননি ক্রিকেটাররা। তাদের স্পষ্ট দাবি—শুধু দায়িত্ব থেকে অব্যাহতি নয়, বোর্ড থেকেই এম নাজমুল ইসলামকে সরাতে হবে। এই প্রেক্ষাপটে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কড়া ভাষায় জানিয়েছেন, ক্রিকেটারদের সম্মানহানিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, বোর্ডকে তারা সবসময় অভিভাবকের জায়গায় ভাবেন। সেই অবস্থানে থেকে কোনো বোর্ড পরিচালকের মুখে ক্রিকেটারদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য দুঃখজনক এবং হতাশাজনক।
তার ভাষায়, খেলা হচ্ছে বলেই আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অবস্থানে পৌঁছেছে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য স্থগিতের পথে বিপিএল
বিজ্ঞাপন
ক্রিকেটারদের পারিশ্রমিক ও বোর্ডের আয়ের বিষয়টি পরিষ্কার করতে গিয়ে মিরাজ বলেন, অনেক সময় খারাপ পারফরম্যান্স হলেই ক্রিকেটারদের উদ্দেশে বলা হয়—আমাদের টাকায় তো তোমরা চলছ। কিন্তু বাস্তবতা এমন নয়।
তিনি ব্যাখ্যা করেন, ক্রিকেট থেকে যে আয় হয় তার বড় অংশ আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিভিন্ন স্পন্সর থেকে। বাংলাদেশের ক্রিকেট আজ যে জায়গায় পৌঁছেছে, সেখানে জাতীয় দলের হয়ে শুরু থেকে আজ পর্যন্ত যারা মাঠে নেমেছেন, সবার অবদান রয়েছে।
মিরাজ আরও জানান, ক্রিকেটাররাই দেশের অন্যতম বড় করদাতা। ক্রিকেটাররা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কর দেন, যা সরাসরি সরকারকে দেওয়া হয়। অথচ অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ক্রিকেটাররা সরকারের কাছ থেকে অর্থ পান। বাস্তবে বিষয়টি পুরোপুরি উল্টো বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর
বোর্ডের বর্তমান আর্থিক সক্ষমতা ক্রিকেটারদের ত্যাগ ও পরিশ্রমের ফল উল্লেখ করে মিরাজ বলেন, বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে যে কেউ একটি ম্যাচ খেলেছে, তারও এই বোর্ডের আয়ে অংশীদারিত্ব রয়েছে। ক্রিকেট না থাকলে স্পন্সর আসত না, আইসিসি থেকেও কোনো লভ্যাংশ মিলত না। অর্থাৎ খেলাই বোর্ডকে শক্ত ভিত দিয়েছে।
সংবাদ সম্মেলনের শেষদিকে মিরাজ আরও দৃঢ় কণ্ঠে বলেন, ক্রিকেটই তাকে আজকের মিরাজ বানিয়েছে। এই খেলাকে ঘিরেই তার পরিচয় ও অর্জন। তাই ক্রিকেট বা ক্রিকেটারদের অসম্মান করা হলে তারা সবাই একসঙ্গে প্রতিবাদে দাঁড়াবেন। ক্রিকেটের মর্যাদা রক্ষায় কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন জাতীয় দলের এই অধিনায়ক।








