ভুয়া ভুয়া স্লোগানে মুখর মিরপুর স্টেডিয়াম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিপিএলকে ঘিরে চলমান অচলাবস্থা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনার সৃষ্টি করেছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও তার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কট কর্মসূচি এবার গ্যালারিতেও ছড়িয়ে পড়েছে। ম্যাচ নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় দর্শকরা স্টেডিয়ামজুড়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম ম্যাচটি সিলেট পর্ব শেষ হওয়ার পর দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার এই খেলায় নির্ধারিত সময়ে মাঠে নামেননি কোনো ক্রিকেটারই। কোয়াবের বয়কট ঘোষণা এবং পদত্যাগ না আসায় দুই দলের ক্রিকেটাররা মাঠে অনড় থাকে।
আরও পড়ুন: বিপিএল শুরু নিয়ে অনিশ্চয়তা
দর্শকেরা দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এক পর্যায়ে গ্যালারি থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান ওঠে, যা স্টেডিয়ামের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, বিসিবি আজকের দুটি ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে, তবে প্রথম ম্যাচ সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা কম।
বিজ্ঞাপন
এদিকে কোয়াব ক্রিকেটাররা ঢাকা হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। নির্ধারিত সময় পার হলেও ক্রিকেটাররা সেখানে উপস্থিত না হওয়ায় সংবাদ সম্মেলন শুরু হয়নি। কোয়াব আগেই জানিয়েছিল, দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করা হবে।
মিরপুরের এই পরিস্থিতি বোঝাচ্ছে, ক্রিকেটারদের দাবি ও বিসিবির পদক্ষেপে দর্শক ও খেলোয়াড় উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার জন্য স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা কড়াকড়ি বৃদ্ধি করা হয়েছে।








