বিপিএল শুরু নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। ওই মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে বিপিএলের ম্যাচ আয়োজন।
বিজ্ঞাপন
সিলেট পর্ব শেষ করে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় শুরু হওয়ার কথা ছিল বিপিএলের পরবর্তী অংশ। সূচি অনুযায়ী প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা নোয়াখালী এক্সপ্রেসের, আর সন্ধ্যার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে।
তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও প্রথম ম্যাচের কোনো দলই মাঠে নামেনি। ফলে খেলা আদৌ গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড। তার ভাষায়, এম নাজমুল ইসলামের মন্তব্যটি অনাকাঙ্ক্ষিত ছিল এবং এ বিষয়ে বোর্ড কোনোভাবেই সমর্থন দেয় না। ইতোমধ্যে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে বিষয়টি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে বলে উল্লেখ করেন মিঠু।
ম্যাচ আয়োজনের বিষয়ে আশাবাদী বিসিবি কর্মকর্তা বলেন, “খেলোয়াড়দের বুঝিয়েছি। এখন তারা যদি মাঠে আসে, খেলা হবে। তবে প্রথম ম্যাচ সময়মতো শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি। তবুও আমাদের চেষ্টা চলছে যেন আজকের দুটি ম্যাচই আয়োজন করা যায়।”
বিজ্ঞাপন
এর আগে বুধবার বিপিএলের ম্যাচ শুরুর আগে কোয়াব জানিয়ে দেয়, এম নাজমুল ইসলামের পদত্যাগের ঘোষণা না এলে তারা সব ধরনের ক্রিকেট বর্জনে যাবে। এখনো পর্যন্ত সেই পদত্যাগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় নিজেদের অবস্থান থেকে সরে আসেনি সংগঠনটি।
এদিকে, দাবি পূরণ না হওয়ায় ম্যাচ চলাকালীন সময়েই ঢাকার হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। সেখানে বিপিএলে অংশ নেওয়া ছয় দলের ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে মাঠের বাইরের এই উত্তেজনা বিপিএলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।








