Logo

শর্ত সাপেক্ষে শুক্রবার থেকেই মাঠে নামতে প্রস্তুত ক্রিকেটাররা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২০:৫৬
শর্ত সাপেক্ষে শুক্রবার থেকেই মাঠে নামতে প্রস্তুত ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

চলমান অচলাবস্থা কাটিয়ে সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। নির্দিষ্ট কিছু শর্ত বাস্তবায়ন হলে আগামীকাল শুক্রবার থেকেই তারা আবার খেলায় ফিরতে আগ্রহী বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে ক্রিকেটারদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় তারা উপলব্ধি করেছেন, এই মুহূর্তে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে, পুরুষ জাতীয় দলের সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ দলও বিশ্বকাপে খেলছে। এমন অবস্থায় সব ধরনের ক্রিকেট বন্ধ থাকলে এসব দলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপিএল বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসর। ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে কোয়াব আগের অবস্থান পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে কোয়াব।

সংগঠনটি জানিয়েছে, যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, তাই সেই সময় দেওয়ার ব্যাপারে তারা সম্মত। তবে একই সঙ্গে তারা প্রত্যাশা করছে, ওই প্রক্রিয়া যেন ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করার কারণে এম নাজমুল ইসলামের কাছ থেকে প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করে কোয়াব।

সংগঠনটি স্পষ্টভাবে জানায়, পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে এবং এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার থেকেই ক্রিকেটে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD