Logo

ঢাকায় আসতে পারে আইসিসির প্রতিনিধি দল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২০:৪০
ঢাকায় আসতে পারে আইসিসির প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক ই-মেইল যোগাযোগ ও ভার্চুয়াল বৈঠক সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) এখন পর্যন্ত বিসিবিকে অবস্থান পরিবর্তনে রাজি করাতে পারেনি। এমন পরিস্থিতিতে সরাসরি আলোচনার লক্ষ্যে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে আইসিসি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি সম্পর্কে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে পারে—এমন তথ্য তিনি পেয়েছেন। তবে সফরটি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা জানান, বিসিবির সভাপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সূত্র ধরে তিনি জানতে পেরেছেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে সরাসরি বসে আলোচনা করতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ রাখছি না।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে বিবেচনায় নেওয়া হচ্ছে। আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে বলেও মত দেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শ্রীলঙ্কার মতো দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা বাস্তবসম্মত ও নিরাপদ বিকল্প হতে পারে।

এর আগে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি আইসিসিকে লিখিতভাবে জানায় যে, সেখানে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তাদের সংশয় রয়েছে। এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। সর্বশেষ ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বাংলাদেশ বোর্ড তাদের অবস্থান থেকে একচুলও নড়েনি।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা থাকায় বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপে জাতীয় দলকে মাঠে দেখতে আগ্রহী হলেও বিসিবি স্পষ্ট করে জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

এই টানাপোড়েনের মধ্যেই আইসিসির প্রতিনিধি দলের সম্ভাব্য ঢাকা সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, সরাসরি আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোঁজার চেষ্টা করবে আইসিসি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত না হলে বিকল্প ভেন্যুর দাবিতে বাংলাদেশ অনড়ই থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD