Logo

দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৩
দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঘোষণা করেছে, তারা নির্দিষ্ট দাবিগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ম্যাচে অংশ নেবে না। এর কেন্দ্রবিন্দুতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম, যিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করে ক্রিকেটের শীর্ষ পর্যায়ে উত্তেজনা সৃষ্টি করেছেন।

বিজ্ঞাপন

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, “আমরা খেলায় কোনো বাধা দিতে চাই না। আমরা ক্রিকেটের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। কিন্তু এখানে একটি সীমারেখা অতিক্রম করা হয়েছে। আমাদের দাবিগুলো পূর্ণ হওয়া পর্যন্ত আমরা মাঠে নামব না। নাজমুল ইসলাম যেভাবে ক্রিকেটার এবং ক্রিকেট সম্প্রদায়ের মানুষদের সম্মানহানি করেছেন, তা আমাদের সহ্য করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমরা খেলতে চাই, কিন্তু ক্রিকেটের প্রতি সম্মান বজায় রাখার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রত্যেকটি সেক্টরের মানুষকে অবহেলা করা ঠিক নয়।”

বিজ্ঞাপন

অন্যদিকে কোয়াবের সদস্য নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে যোগ করেন, “সব ক্রিকেটারই খেলার জন্য প্রস্তুত। আমরা খেলায় বাধা দিতে চাই না, কিন্তু আমাদের যৌক্তিক দাবি পূর্ণ হওয়া উচিত।”

এখন পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারদের সঙ্গে কোনো সরাসরি আলোচনা করেননি। এই পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটের সামনে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন, কোয়াব এবং বিসিবির মধ্যে দ্রুত সমাধান না হলে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি এবং ভবিষ্যতের সিরিজে প্রভাব পড়তে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD