বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

দিল্লিতে স্ত্রী-সন্তানের সামনেই প্রৌঢ়কে কুপিয়ে খুন!


সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
🕐 প্রকাশ: ০২:৪২ পিএম, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

ভারতের দিল্লিতে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। হামলাকারীদের মধ্যে ১ জনের সঙ্গেই প্রৌঢ়ের ঝামেলা ছিল। সেই ঝামেলার কারণেই খুনের ঘটনাটি ঘটেছে বলে পরিবারের অভিযোগ। 


শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির সরিতা বিহার এলাকায়। পুলিশ জানিয়েছে, রাত পৌনে ১০ টায় ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যরা জানিয়েছে, সাড়ে ৯ টায় মোটরসাইকেল এসে ৬ জন যুবক অরবিন্দ মন্ডলের বাড়িতে হামলা করে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন অরবিন্দের স্ত্রী ও সন্তান। 


তাদের সামনেই অরবিন্দকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। তাঁর স্ত্রীর উপরেও হামলা করে পালিয়ে যায় তারা। তাড়াতাড়ি অরবিন্দকে হাসপাতালে ভর্তি করানো হয়। 


চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত আরও ১ জন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।


আরএক্স/

ভারতে গণেশ বিসর্জনের সময় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক
🕐 প্রকাশ: ০৫:০৬ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: জনবাণী

ভারতের মধ‍্যপ্রদেশে গণেশ বিসর্জনের সময় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু। এ ঘটনায় আশংকাজনক ২ জন। 


পুলিশ সূত্রে জানা গেছে, ১০ দিন ব‍্যাপী উৎসব শেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সন্ধ‍্যায় গণেশ বিসর্জন হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ‍্যপ্রদেশের দাতিয়া জেলার নিরাওয়াল বিদানিয়া গ্রামে। গণেশ বিসর্জনে সামিল ছিলেন একদল কিশোর -কিশোরী।


আরও পড়ুন: আবার ইন্টারনেট বন্ধ, উত্তপ্ত ভারতের মণিপুর


এদিন বিসর্জনের সময় আচমকা ৭ জন জলে ডুবে যায়। তাদের মধ‍্যে ৩ জন কিশোরী ছিল। স্থানীয়রা কোনও মতে ৩ জনকে উদ্ধার করতে পারলেও বাকি ৪ জন ডুবে যায়।


আরও পড়ুন: মসজিদে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি, গ্রেফতার ২


পুলিশ জানিয়েছে, ৩ জনকে উদ্ধার করা হলেও ২ জনের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। তাদের গোয়ালিয়রের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


জেবি/এসবি


আবার ইন্টারনেট বন্ধ, উত্তপ্ত ভারতের মণিপুর


সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
🕐 প্রকাশ: ১১:৪৩ এএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

নিখোঁজ হওয়া ২ শিক্ষার্থী

নিখোঁজ হওয়া ২ পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হতেই ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের মণিপুরে। 


বিক্ষোভের উত্তাপ ছড়াতেই রাজ‍্যে আবার ও ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিল মণিপুর সরকার। 


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৫ দিন অর্থাৎ ১ অক্টোবর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে মণিপুরে। ১অক্টোবর সন্ধ‍্যা ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। 


উল্লেখ্য, ২ নিখোঁজ পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হওয়ার পর ফের উত্তেজনার সৃষ্টি হয়।


আরএক্স/

মসজিদে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি, গ্রেফতার ২


সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
🕐 প্রকাশ: ১১:১১ এএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

প্রতীকী ছবি

ভারতের কর্নাটকের মসজিদ প্রাঙ্গনে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ। 


সিসিটিভি ফুটেজ দেখে ২ যুবককে সোমবার (২৫ সেপ্টেম্বর ) গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মুসলিমদের প্রাণনাশের হুমকি দেওয়ার ও অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণা কানাড়া জেলায়। 


পুলিশ সূত্রে জানা যায়, সেখানকার মারধলা বদরিয়া জামা মসজিদে রবিবার (২৪ সেপ্টেম্বর ) রাত ১১ টায় ২ যুবক প্রবেশ করে। 


মসজিদ প্রাঙ্গনে দাঁড়িয়ে তারা জয় শ্রীরাম ধ্বনি তোলে। মসজিদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তদের নাম শচীন রাই ও কিরথান পূজারী। ২ জনেই কাইকম্বা গ্রামের বাসিন্দা।


আরএক্স/

ইরাকে বিয়েতে অগ্নিকাণ্ডে নিহত ৪৫০


আন্তর্জাতিক ডেস্ক
🕐 প্রকাশ: ১০:৪৮ এএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত

ইরাকে বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫০ জন। সামাজিকমাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। 


নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানান, এখনও মৃতের চূড়ান্ত করা যাচ্ছে না। তবে তিনি মনে করছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।  


তবে বর ও কনে এখনও জীবিত আছেন বলেই খবর দিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বিবিসি জানায়, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


আরও পড়ুন: ইমরান খানকে কারাগারে থাকার মেয়াদ বেড়েছে


ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর হল রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।


আরও পড়ুন: রাশিয়া-চীনের ১৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা যায়, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে।


জেবি/এসবি

ইমরান খানকে কারাগারে থাকার মেয়াদ বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক
🕐 প্রকাশ: ০১:৩২ পিএম,২৬শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির কারাগারে থাকার সময়সীমা বাড়ানো হয়েছে।  বিশেষ আদালত আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত তাদেরকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে।


দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দাফতরিক গোপনীয়তার আইন নিয়ে বিশেষ এই আদালত গঠিত। অ্যাটক আদালতে বিচারক আবুল হাসনাত জুলকারনাইন মামলার শুনানি করেন।


আরও পড়ুন: রাশিয়া-চীনের ১৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


এসময় পিটিআইএর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার, লতিফ খোসা, উমের নিয়াজি এবং নঈম পাঞ্জুতা আদালতে উপস্থিত ছিলেন। সরকারের ফেডারেল তদন্ত কমিটিও (এফআইএ) টিমও শুনানিতে উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: ভারতে স্কুল বাসের সঙ্গে ধাক্কা অটো রিকশার, নিহত ৫


গেল আগস্ট মাসে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন কমিটি  অফিশিয়াল সিক্রেটস আইনে ইমরান খান ও তার ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির নামে সাইফার (অফিশিয়াল গোপন ডকুমেন্টস) সংক্রান্ত বিষয় নিয়ে  মামলা করেন।


জেবি/এসবি