ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩


ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

আজ পর্দা নামছে এশিয়া কাপের। ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। রবিবার (১৭ সেপ্টেম্বর) কলম্বোতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল।


এশিয়া কাপের ১৬ আসরে এটি শ্রীলঙ্কার ১২তম ফাইনাল। এর মধ্যে সর্বশেষ আসরসহ ৬ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। চোট জর্জরিত দল নিয়েও ‘আন্ডারডগ’ তকমা নিয়ে ফাইনালে ওঠে লঙ্কানরা। তাদের সামনে এবার সপ্তম শিরোপা জয়ের সুযোগ।


আরও পড়ুন: ফাইনালে ভারত-শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ


অপরদিকে, শক্তিশালী দল নিয়েও দীর্ঘদিন আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাচ্ছে না ভারত। এশিয়া কাপ দিয়ে সেই খরা কাটাতে চায় রোহিত শর্মার দল। এর আগে তারা সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আজ জিতলে অষ্টম শিরোপা ঘরে তুলবে দলটি।


জেবি/এসবি