Logo

বিএনপির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৪
24Shares
বিএনপির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের মানুষ বুঝে গেছে, আমলে নিয়েছে। তারা (বিএনপি) জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

নির্বাচন এলে ওরা (বিএনপি) দেশকে কিভাবে অচল করবে, কিভাবে দেশকে অন্ধকারাচ্ছন্ন করবে ওই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশনে নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ বুঝে গেছে, আমলে নিয়েছে। তারা (বিএনপি) জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে। ধ্বংস করতে পারে। অন্ধকারে ষড়যন্ত্র করতে পারে। ওদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

এর আগে তিনি আধুনিক খাসমহল মসজিদে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মরহুম এমএম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে তিনি অধ্যক্ষ নজরুলের সততা আর নিষ্ঠার কথা তুলে ধরে তার ছেলে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রশংসা করেন।

এছাড়া জাতির পিতার  প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ শেখ রাসেল শিশুপার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, বাস টার্মিনালসহ উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

সমাবেশে উন্নয়নের তথ্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, “বিএনপি ধ্বংস করতে জানে। অত্যাচার নির্যাতন করতে জানে। মানুষের কল্যাণ করতে জানে না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD