খালেদা জিয়াকে ফের কেবিনে স্থানান্তর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ফের কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাকে হাসপাতালের কেবিনে নেয়া হয়।
এর আগে রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
আরও পড়ুন: সিসিইউতে খালেদা জিয়া
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সংবাদমাধ্যমকে জানান, “খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হাওয়ায় রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সেই বৈঠকের সিদ্ধান্তেই তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে সকাল ৯টার দিকে তাকে আবারও কেবিনে নেয়া হয়।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশকে চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত করেই আমরা ঘরে ফিরব: নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা: রিজভী
