সাজেকে আবারও যান চলাচল শুরু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩


সাজেকে আবারও যান চলাচল শুরু
ফাইল ছবি

ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ  থাকার পর আবারও যানচলাচল শুরু হয়েছে।


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 


এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হলে দিঘীনালা সাজেক সড়কের শুকনাছড়া-বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যানচলাচল বন্ধ হয়ে যায়।


আরও পড়ুন: পাহাড় ধস: সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ


নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, “মঙ্গলবার সকাল থেকে রাস্তার ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে হালকা যানচলাচল শুরু হয়েছে। তবে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। আমরা আশা করছি, পর্যটক চলাচলে সমস্যা হবে না।”


জেবি/এসবি