Logo

সাকিবের পাশে থাকার জন্য মিরাজকে ‘কাবিলা’র ধন্যবাদ

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:১১
33Shares
সাকিবের পাশে থাকার জন্য মিরাজকে ‘কাবিলা’র ধন্যবাদ
ছবি: সংগৃহীত

তবে শেষমেশ বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন সাকিব। একই সঙ্গে শুনছেন বোর্ডের সতর্কবার্তাও।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে দেশজুড়ে।

সমালোচনার কাঠগড়ায় সাকিবকে দাঁড় করিয়েই থেমে থাকেননি নেটাগরিক ও বিভিন্ন মহলের তারকারা। রীতিমতো তাকে নিষিদ্ধ করার দাবি উঠে আসে ওই স্ট্যাটাসের কারণে।

বিজ্ঞাপন

তবে শেষমেশ বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন সাকিব। একই সঙ্গে শুনছেন বোর্ডের সতর্কবার্তাও।

বিজ্ঞাপন

এই বিপদের সময় সাকিবের পাশে পেয়েছেন বেশ কয়েকজন সতীর্থকে। সবশেষ সেই তালিকায় নাম লিখিয়েছেন জাতীয় দলের আরেক তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এদিকে, সাকিবের পাশে থাকার জন্য মিরাজকে ধন্যবাদ জানিয়েছেন ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যম ফেসবুকে সাকিবের একটি ছবি শেয়ার করে মিরাজকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

পাঠকদের সুবিধার জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

“আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে।

বিজ্ঞাপন

 তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।

বিজ্ঞাপন

সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।  ধন্যবাদ মিরাজ ভাইকে। সাকিবের পাশে থাকার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD