উত্তরপ্রদেশে মৌমাছির কামড়ে ২ ভাইয়ের মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩
একঝাঁক মৌমাছির কামড়ে ২ ভাইয়ের প্রাণহানী। ২ জনেই নাবালক। গুরুতর আহত তাদের ঠাকুরমা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মদনাপুর গ্রামে।
ওইদিন বিকেলে ঠাকুরমার সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছিল যুগ (৪) ও যোগেশ (৬) নামের ২ ভাই। সেই সময় আচমকা মৌমাছির ঝাঁক তাদের ছেঁকে ধরে। হুল ফুটিয়ে দেয় ৩ জনকেই। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
সেখানে যুগকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। যোগেশ ও তার ঠাকুর মাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
চিকিৎসারত অবস্থায় যোগেশের মৃত্যু হয়। এখনও হাসপাতালে চিকিৎসাধীন মৃত ২ ভাইয়ের ঠাকুরমা।
জেবি/এসবি