উত্তরপ্রদেশে মৌমাছির কামড়ে ২ ভাইয়ের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩


উত্তরপ্রদেশে মৌমাছির কামড়ে ২ ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি

একঝাঁক মৌমাছির কামড়ে ভাইয়ের প্রাণহানী। জনেই নাবালক। গুরুতর আহত তাদের ঠাকুরমা।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মদনাপুর গ্রামে।

 

ওইদিন বিকেলে ঠাকুরমার সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছিল যুগ () যোগেশ () নামের ভাই। সেই সময় আচমকা মৌমাছির ঝাঁক তাদের ছেঁকে ধরে। হুল ফুটিয়ে দেয় জনকেই। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

 

 সেখানে যুগকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। যোগেশ তার ঠাকুর মাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

 চিকিৎসারত অবস্থায় যোগেশের মৃত্যু হয়। এখনও হাসপাতালে চিকিৎসাধীন মৃত ভাইয়ের ঠাকুরমা।

 

জেবি/এসবি