হঠাৎ মিরাজের ফেসবুক পেজ উধাও
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

তানজিম হাসান সাকিবকে সমর্থন জানিয়ে গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্ট দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্ট কয়েক ঘণ্টা পর অবশ্য মুছেও ফেলেন তিনি।
কী কারণে পরে পোস্টটি মিরাজ মুছে ফেলেছেন সেটি জানা যায়নি। তবে এরপর থেকে হঠাৎ করেই ফেসবুক থেকে উধাও মিরাজের অফিশিয়াল পেজটি। । এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজের পেজ এখনো পাওয়া যাওয়া যাচ্ছে না। অবশ্য মধ্যরাতে আজকের পত্রিকাকে তিনি জানিয়েছিলেন, এখন সবকিছু ঠিক আছে। রাত ১টার দিকে তিনি বলেন, “ফেসবুক পেজ এখন ঠিক আছে। আর কোনো সমস্যা নাই।”
নিজের ফেসবুক পেজের বিষয়ে রাতে নিশ্চিত করলেও এখন অবশ্য মিরাজের পেজ গায়েব। নিজে “আনপাবলিশড” করেছেন নাকি অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে সেটি আর জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মিরাজের পেজটি হয়তো রিপোর্ট করে ব্লক করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রকাশ্যে এলো ওয়ানডে বিশ্বকাপের থিম সং
এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয় তরুণ পেসার তানজিম সাকিবের। তার পাশে দাঁড়িয়ে যখন পোস্ট দিয়েছিলেন তখন মিরাজের সেই পোস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্য পাওয়া যায়। এরপর যখন কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্টটি মুছে ফেলেন তখন তাঁর পুরোনো পোস্টগুলোয় নেতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা। সঙ্গে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা রিপোর্ট করার কারণে হয়তো ব্লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
জেবি/এসবি