৩ হাজার টাকা ধার মেটাতে না পারায়, ব‍্যবসায়ীকে বিবস্ত্র করে বাজারে প্রদক্ষিণ


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩


৩ হাজার টাকা ধার মেটাতে না পারায়, ব‍্যবসায়ীকে বিবস্ত্র করে বাজারে প্রদক্ষিণ
ছবি: জনবাণী

ধারের ৩ হাজার টাকা মেটাতে না পারায় বিবস্ত্র করে বাজারে প্রদক্ষিণ করানো হল এক রসুন ব‍্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের নয়ডায়। 


পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে সুন্দর নামের এক কমিশন এজেন্টের থেকে ৫ হাজার ৬শত টাকা ধার নিয়েছিলেন ওই রসুন ব‍্যবসায়ী। এই এজেন্টদের কাজ হল মূলত লেনদেনের ক্ষেত্রে কৃষক এবং ব‍্যবসায়ীদের মধ‍্যে মধ‍্যস্থতা করা। এর মধ‍্যে ২ হাজার ৫শত টাকা তিনি মিটিয়ে ও দিয়েছিলেন। বাকি টাকা ফেরতের জন‍্য এজেন্টের কাছে খানিকটা সময় চেয়েছিলেন ওই ব‍্যবসায়ী। কিন্তু সময় দিতে রাজি হয়নি সুন্দর এমনটাই অভিযোগ। এরপরই ২ জনকে সঙ্গে নিয়ে খোলাবাজারে ওই ব‍্যবসায়ীর দোকানে চড়াও হয় অভিযুক্ত সুন্দর। মারধর করা হয় রসুন ব‍্যবসায়ীকে।


অভিযোগ, ওই ব‍্যবসায়ীকে বিবস্ত্র করে বাজারে প্রদক্ষিণ করানো হয়। এমনকি না মেটালে তাকে খুনের হুমকি ও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখন পর্যন্ত সুন্দর ও ভগন দাস নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আরও ১ জনের খোঁজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। 


এদিকে নয়ডা পুলিশ জানিয়েছে, যে বা যাঁরা এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাদের বিরুদ্ধে ও কড়া ব‍্যবস্থা নেওয়া হবে।


জেবি/এসবি