৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা তারিখ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩


৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা তারিখ ঘোষণা
ফাইল ছবি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর দেশের আট বিভাগে এক সঙ্গে অনুষ্ঠিত হবে। বুধবার (২১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ৪৫তম বিসিএসের আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: ৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ


পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


আরও পড়ুন: হলের ভবন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর


এর আগে এ বছরের ১৯ মে শুক্রবার অনুষ্ঠিত হয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।


পরে চলতি বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 


জেবি/এসবি