পেনাল্টি গোলে ভারতের কাছে বাংলাদেশের হার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩


পেনাল্টি গোলে ভারতের কাছে বাংলাদেশের হার
ছবি: সংগৃহীত

দারুণ সব সুযোগের পর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। বিপরীতে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাও সাধ্যমতো ভারতীয় আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছেন।


তবে শেষ পর্যন্ত ভারতকে জয় থেকে বিরত রাখতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। সুনীল ছেত্রীর দল  ৮৩ মিনিটে সুযোগ আদায় করে নিয়েছে। পেনাল্টির কারণেই  এশিয়ান গেমস ফুটবলে ভারত বাংলাদেশকে হারিয়েছে ১-০ গোলে।


প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে আত্মঘাতী গোলে হেরে যাওয়ার পর ভারতের কাছে পেনাল্টি থেকে গোলে হার।

 

তবে মাঠে ভারতের বিপক্ষে লড়াইটা মোটামুটি ভালোই করেছে বাংলাদেশ। মজিবর রহমান জনি, ইসা ফয়সালরা লড়েছে ভারতের চোখে চোখ রেখে। 


তবে বাংলাদেশ আক্রমণের সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিম গোলের সুযোগ নষ্ট করেছেন। দ্বিতীয়ার্ধে করেছেন মজিবর রহমান জনি।


জেবি/এসবি