ব্যাটিং ব্যর্থতায় আফগানদের ১১৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ব্যাটিং ব্যর্থতায় আফগানদের ১১৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিব্রতকর ব্যাটিং ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ।

শনিবার (৫ মার্চ) মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে নির্ভার থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে সিদ্ধান্ত নেয় ব্যাটিং করার।

ওপেনার মুনিম শাহারিয়ার (৪) দ্বিতীয় ওভারেই বিদায় নেন মোহাম্মদ নবীর বলে। লং অনে উড়িয়ে মারতে গিয়ে বৃত্তের ভেতরে থাকা শারাফউদ্দিনের হাতে দেন ক্যাচ।

আগের ম্যাচে অর্ধশতকের ইনিংস খেলা লিটন দাস এদিন ১০ বলে ১৩ রান করে ক্যাচ দেন আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে শারাফউদ্দিনের হাতে।

ওপেনার নাঈম শেখ এদিনও ব্যর্থ। ১৯ বলে ১৩ রান করে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। সাকিব আল হাসান ব্যর্থ এ ম্যাচেও। ওমরজাইয়ের বলে ক্যাচ দেন উইকেট রক্ষকের হাতে, ১৫ বলে মাত্র ৯ রান করে।

শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে দ্রুত রান তুলতে থাকেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে জুটি বাধেন ৪৩ রানের। মাহমুদউল্লাহ ১৪ বলে ৩টি চারে ২১ রান করে সাজঘরে ফেরেন রশিদ খানের বলে এলবিডোব্লু হয়ে।

ফারুকীর বলে নবীর হাতে ক্যাচ দেয়ার আগে মুশফিকুর রহিমের ব্যাটে আসে ইনিংসের সর্বোচ্চ ৩০ (২৫) রান। তার ইনিংসে ছিল ৪টি চার।

শেষের ব্যাটাররা ব্যর্থ রান তুলতে। আফিফ হোসেন ৭, শেখ মেহেদী ০, নাসুম আহমেদ ৫, শরিফুল ইসলাম ০ ও সবশেষ মোস্তাফিজুর রহমান করেন ৬ রান।

আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন ফারুকী ও ওমরজাই। ১ উইকেট করে নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

ওআ/