পানিবন্দী ঢাকা কলেজ হলের শিক্ষার্থীরা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩


পানিবন্দী ঢাকা কলেজ হলের শিক্ষার্থীরা
ছবি: জনবাণী

আল জুবায়ের: টানা ৫ ঘণ্টার বর্ষণে পানিতে তলিয়ে গেছে ঢাকা কলেজের হলের নিচতলা সহ আশেপাশের সব জায়গা।বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে  ।  এতে বেশ বিপাকেই পড়েছেন হলের নিচতলা সহ আবাসিকে অবস্থানরত  সকল শিক্ষার্থী।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হলের নিচতলায়, হলের সামে পানি উঠে এ অবস্থার সৃষ্টি হয়। তবে শুক্রবার (২২সেপ্টেম্বর) প্রতিবেদন লেখা পর্যন্ত  (বিকাল)  এখনও বৃষ্টির পানি নামে নি, পুরো ক্যাম্পাস জুড়েই পানিতে থৈ থৈ করছে। শিক্ষার্থীদের এ সীমাহীন দুর্ভোগের দিনও হল প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ একাধিক শিক্ষার্থীর।


অন্যদিকে, কলেজ প্রশাসন বলছে আশা করি দ্রুত পানি নেমে যাবে, এমন বৃষ্টি কখনও দেখা যায় না হঠাৎ টানা বর্ষণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।


সরজমিনে দেখা যায়,উত্তর ছাত্রাবাসের সামনে থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হল,দক্ষিনায়ন হল, ইলিয়াস হল  সহ সব হলের নিচে পানি জমে আছে, স্টাফ রুমে কোমড় পর্যন্ত পানি উঠায় সারারাত ঘুমাতে পারে নি স্টাফরা, এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা ও স্টাফরা।

এছাড়াও,বেশ কিছু হলে  পানি না থাকায় আরও বেশি ভোগান্তিতে পড়েছে আবাসিক শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের বলছেন,অল্প একটু বৃষ্টি হলে পানিতে হলের সামনে গুলো জমাট বেঁধে যায়,ডেঙ্গুর প্রকোপ একেই বেশি, শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের উদাসীনতাকে দায়ী মনে  করছেন। 


এ বিষয়ে,উত্তর ছাত্রাবাসের  হিমু নামের এক শিক্ষার্থী বলেন,পানি অপসারণের কোনো ব্যবস্থা নাই।পিছনের স্টাফদের বাসায় কোমড় পর্যন্ত পানি।ওয়াসরুম,ঘরের বেড সব পানির নিচে।কিন্তু পানি নামতেছে না। ওয়াশরুম ব্যবহারের জন্য স্টাফদের ফ্যামিলির সবাই হলে আসতেছে।কিন্তু হলের ওয়াশরুমে পানির সংকট। এককথায়,চরম ভোগান্তিতে আমরা। আশা করি, কলেজ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে। 


নর্থ হলের এক শিক্ষার্থী বলেন,কি একটা অবস্থা,একেই  তো ডেঙ্গুর ভয়াবহ অবস্থা,তারপর শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পানি জমে থাকলে,ডেঙ্গু ছড়িয়ে পড়লে,দায়ভার কে নেবে!দ্রুত পানি অন্যত্রে সরানোর ব্যাবস্থা করার জোর দাবি জানাচ্ছি।


এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন,আকস্মিক ভারী বৃষ্টির কারণে ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কলেজ প্রশাসন এই  পানি অপসারণে কি করবে? নিউমার্কেট সহ আশেপাশের এলাকায় এখনও হাঁটু পানি জমে আছে, সকল ছাত্রদের ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি। আশা করা যায় খুব দ্রুত পানি নেমে যাবে।


সিটি কর্পোরেশন এর সাথে  যোগাযোগ করা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,না পানি  অপসারণে বিষয়ে কোন যোগাযোগ করা হয়নি।


জেবি/এসবি