মহিলা কনস্টেবলের ওপর হামলার অভিযোগ, এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩
গত মাসে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার কাছে সরষূ এক্সপ্রেসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল মহিলা কনস্টেবলকে। অভিযুক্ত সেই ব্যক্তির মৃত্যু হল এনকাউন্টারে।
পুলিশ শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ্যে এনেছে। সঙ্গেই জানানো হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির ২ সঙ্গী গুলি যুদ্ধে আহত হয়েছে এবং তাদের গ্রেফতার করেছে পুলিশ।
মূল অভিযুক্তের নাম আনিস খান। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিল আনিস। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তার। অন্য ২ সহযোগী আজাদ এবং বিশ্বম্ভর দয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত সহায়তা এবং একটি ছবির ওপর ভিত্তি করেই তারা মূল অভিযুক্ত পর্যন্ত পৌঁছেছিল। পুলিশের দাবি, অভিযান চলাকালীন অভিযুক্তরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এক পুলিশ কর্মী ও আহত হয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য, ট্রেন থেকে যে মহিলা কনস্টেবলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তিনি এখন চিকিৎসাধীন।
জেবি/এসবি