Logo

মহিলা কনস্টেবলের ওপর হামলার অভিযোগ, এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩৮
20Shares
মহিলা কনস্টেবলের ওপর হামলার অভিযোগ, এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু
ছবি: সংগৃহীত

তাদের গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গত মাসে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার কাছে সরষূ এক্সপ্রেসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল মহিলা কনস্টেবলকে। অভিযুক্ত সেই ব‍্যক্তির মৃত্যু হল এনকাউন্টারে।

পুলিশ শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই তথ‍্য প্রকাশ‍্যে এনেছে। সঙ্গেই জানানো হয়েছে, অভিযুক্ত ওই ব‍্যক্তির ২ সঙ্গী গুলি যুদ্ধে আহত হয়েছে এবং তাদের গ্রেফতার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মূল অভিযুক্তের নাম আনিস খান। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিল আনিস। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তার। অন‍্য ২ সহযোগী আজাদ এবং বিশ্বম্ভর দয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত সহায়তা এবং একটি ছবির ওপর ভিত্তি করেই তারা মূল অভিযুক্ত পর্যন্ত পৌঁছেছিল। পুলিশের দাবি, অভিযান চলাকালীন অভিযুক্তরা প্রথমে পুলিশকে লক্ষ‍্য করে গুলি চালায়। পরে পুলিশ গুলি চালাতে বাধ‍্য হয়। এক পুলিশ কর্মী ও আহত হয়েছেন বলে জানা যায়। 

উল্লেখ্য, ট্রেন থেকে যে মহিলা কনস্টেবলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তিনি এখন চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD