শিলচর-আগরতলা ট্রেনে তল্লাশি অভিযানে ২ পিস্তলসহ গ্রেফতার ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩
শিলচর-আগরতলা যাত্রীবাহী ট্রেন থেকে ২টি পিস্তল সহ ১ যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) রাত ৭টা ৩০ মিনিটে শিলচর- আগরতলা সুপার ফাস্ট ট্রেনটি ধর্মনগর স্টেশনে গিয়ে পৌঁছলে রুটিন অনুযায়ী তল্লাশি শুরু করে জিআরপি।
ট্রেনটির ডি ৪ কামরায় তল্লাশি শুরু করে জিআরপি। ট্রেনটির কামরায় থাকা এক যুবকের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ ওই যুবককে আটক করে তল্লাশি শুরু করলে তার সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ২টি অত্যাধুনিক পিস্তল।
পুলিশ সূত্রে প্রকাশ, ধৃত যুবক গোমতী জেলার করবুকের বাসিন্দা বিসিক চাকমা (৩৭)। তার বাবা প্রয়াত বীরেন্দ্র লাল চাকমা। তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তল ২টির ১টি রাশিয়ার তৈরি পিস্তল এবং অন্যটি জার্মানির। পিস্তলের সঙ্গে ম্যাগজিন ও উদ্ধার হয়।
পুলিশের জেরায় ধৃত বিসিক চাকমা জানায়, এই পিস্তল ২টি সে ডিমাপুর থেকে ৮৫ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে। এই ২টি পিস্তল বাংলাদেশের জনৈক সুমন চাকমার কাছে তার বিক্রি করার কথা ছিল। শুক্রবার (২২ সেপ্টেম্বর ) ধৃত যুবককে ধর্মনগর আদালতে তোলা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
জেবি/এসবি