সুজনের ‘চলে না সংসারের গাড়ি’


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩


সুজনের ‘চলে না সংসারের গাড়ি’
সুজন আহমেদ

প্রকাশ পেল ‘প্যাড়া লাগে’ খ্যাত কণ্ঠশিল্পী সুজন আহমেদের নতুন গান। গানের শিরোনাম ‘চলে না সংসারের গাড়ি’। এটি সুজনের লেখা ও সুরে সংগীতায়োজন করেছেন তুর্য।


নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে বলে জানান সুজন আহমেদ।


তিনি বলেন, এটি আমার প্রথম র‍্যাপ গান। এর আগে র‍্যাপ গান কখনও করা হয়নি। চেষ্টা করেছি শুরুটা ভালো কিছু করার। বাকীটা দর্শক-শ্রোতারা শুনে বলবেন।


উল্লেখ্য, ‘প্যাড়া লাগে’ শিরোনামে গান দিয়ে পরিচিত লাভ করেছেন কণ্ঠশিল্পী  সুজন আহমেদ। এছাড়া ফোক গান গাইতে ভালোবাসে তিনি।  বর্তমানে গান গাওয়ার পাশাপাশি গানে সুরারোপ করছেন এ কণ্ঠশিল্পী।

গানটি শুনতে এখানে ক্লিক করুন।