টাইগারদের ২৫৫ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে টাইগারদের ২৫৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি কিউইরা।
দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ংকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনে নামা চাদ বোস হয়েছেন অভিষিক্ত পেসার খালেদ আহমেদের শিকার হয়ে।
এরপর হেনির নিকোলস টম ব্লানডেলকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েন। খানিকটা ঘুরে দাঁড়ায় কিউইরা। এরপর লোয়ার অর্ডার ব্যাটারদের ছোটো ছোটো ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
আরও পড়ুন: ওয়ানডেতে অভিষেক হলো খালেদের
বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজ, খালেদ আহমেদ। মেহেদী হাসান দলের হয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।
জেবি/এসবি