‘ওপেন বুক এক্সাম’ পাবনায় ইতিহাস গড়লো ইনডেক্স এডুকেশন কেয়ার
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

আল জুবায়ের: 'বই খুলে পরীক্ষা' (Open Book Exam) কথাটা শোনার পর অনেকেরই হয়তো চোখ কপালে উঠে গেছে, এটা আবার কেমন পরীক্ষা?শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের পাশাপাশি গঠনমূলক চিন্তার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পাবনার ইতিহাসে সর্ব প্রথম ইনডেক্স এডুকেশন কেয়ার এর উদ্যোগে "পরীক্ষা কোনো ভয় নয় বরং একটি অভ্যাস" এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ওপেন বুক এক্সাম-২০২৩
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১ ঘন্টাব্যাপী তিন শিফটের এ পরীক্ষা দুপুর ২ টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত। এতে অংশগ্রহণ করে পাবনার বিভিন্ন স্কুলের ষষ্ঠ,সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনির জন্য নির্ধারিত বিষয় বিজ্ঞান এবং নবম-দশম শ্রেণির জন্য নির্ধারিত বিষয় ছিলো রসায়ন।পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে ছিলো উৎসবের আমেজ।
এ বিষয়ে বিভিন্ন অভিভাবকের কাছে জানতে চাইলে তারা জনবাণীকে জানান, এতদিন পরীক্ষা বলতে শিক্ষার্থীরা একটা ভয়ের মধ্যে থাকতো।
কিন্তু বই খুলে পরীক্ষা হওয়ায় তারা এই পরীক্ষা কে অতটা ভীতির কারণ হিসেবে না নিয়ে, নতুন অভিজ্ঞতা এবং উৎসব হিসেবেই গ্রহণ করেছে।আমাদের সন্তানরা নতুন কিছু শিখতে পারবে,সৃজনশীল, মুক্ত চিন্তাধারার বিকাশ ঘটবে বলে আশা করি। আমরা,ইনডেক্স এডুকেশন কেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি এমন ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা তারিখ ঘোষণা
শিক্ষার্থীরা জানান, আমরা কখনও ভাবি নি বই দেখে দেখে পরীক্ষা দিব, তবে এই পরীক্ষার মাধ্যমে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সৃষ্টি হয়েছে আমাদের। সত্যি বলতে,বই খুঁজে খুঁজে লেখাটা অনেক কষ্ট মনে হলো,তবে আমরা নতুন কিছু শিখতে পেরে ভাল লাগছে।এর আগে কখনও এমনভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হয় নি।
আরও পড়ুন: হলের ভবন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর
এ বিষয়ে, ইনডেক্স এডুকেশন কেয়ার এর পরিচালক "দ্যা ক্যাফেইন" বইয়ের লেখক ফার্মাসিস্ট সালেহ আকরাম শুভ জানান, ছেলেমেয়েদের পরীক্ষা ভীতি কাটাতেই মূলত তাদের এই অভিনব উদ্যোগ। এর আগেও ইনডেক্স এডুকেশন কেয়ার পাবনাতে বিভিন্ন ব্যতিক্রম উদ্যোগ নিয়ে অভিভাবক মহল এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি আরও জানান, পাবনার শিক্ষার্থীদের সৃজনশীল, সুষ্ঠু মেধাবিকাশে তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
জেবি/এসবি