উজবেকিস্তানকে ১৬ গোলে উড়িয়ে হকিতে যাত্রা শুরু ভারতের
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসে সূর্চনা পর্বে রবিবার (২৪ সেপ্টেম্বর ) গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে দিল ভারত। ১৬ - ০ গোলে জিতলেন হরমনপ্রীতরা। ৩ জনের হ্যাটট্রিক। মোট ৮ জন গোল করেন। হ্যাটট্রিক করেন ললিত কুমার উপাধ্যায়, বরুণ কুমার এবং মনদীপ সিং। তার মধ্যে ৪ গোল করে প্রথম ২ জন।
এশিয়ান গেমসে খেলে জিতলে সরাসরি প্যারিস অলিম্পিকের ছাড়পত্র মিলবে। সেই লক্ষ্যেই ম্যাচের প্রথম মিনিট থেকে ঝাঁপায় ভারতীয় দল।
শুরু থেকেই ঝড় তোলেন হরমনপ্রীতরা। বিপক্ষকে দাড়াতেই দেয়নি এশিয়ার চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭ মিনিটে আসে প্রথম গোল। প্রথমার্ধেই ৭-০ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় দল।
ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে আরও ৫ গোল। চতুর্থ কোয়ার্টারে ৪ গোল যুক্ত হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন ভারত।
জেবি/এসবি