শুটিংয়ে বিশ্বরেকর্ড, এশিয়ান গেমসে প্রথম সোনা জয় ভারতের
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসে প্রথম সোনা জয় ভারতের। সোমবার (২৫ সেপ্টেম্বর ) সকালে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতল দেশটি।
সোনা জিতলেন বিদ্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল। দক্ষিণ কোরিয়া, চিনকে পিছনে ফেলে সোনা জয়ে তিন ভারতীয় শুটারের। সোনা জয়ের পাশাপাশি গড়লেন বিশ্বরেকর্ডও।
পুরুষদের এই ইভেন্টে ভারতের মোট স্কোর পয়েন্ট ১৮৯৩•৭। এর আগে ১৮৯৩•৩ পয়েন্ট রেকর্ড ছিল চিনের।
সেই রেকর্ড ভেঙে এবার বিশ্বরেকর্ড গড়ল ভারত। ১৮৯০•১ পয়েন্টে রুপো জিতেছে কোরিয়া। ১৮৮৮•২ পয়েন্টে ব্রোঞ্জ জিতেছে চিন।
সোমবার (২৫ সেপ্টেম্বর ) এশিয়ান গেমসের রোয়িংয়ে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।
জেবি/এসবি