ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩
ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভিসানীতি পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর উপরও কার্যকর হচ্ছে-এমন আলোচনার মধ্যেই পুলিশ প্রধান এ মন্তব্য করলেন।
মার্কিন নতুন ভিসা নীতি কার্যকরের ঘোষণার পর জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলোচনা হচ্ছে ভিসা নীতির কারণে পুলিশে প্রভাব পড়বে। ভিসা নীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে কি না? এমন প্রশ্নে আইজিপি বলেন, “ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করি না।”
আরও পড়ুন: রোগ প্রতিরোধ ও জীবন রক্ষায় ফুসফুসকে সুস্থ রাখতে হবে: উপাচার্য
বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব অস্ত্র কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
আরও পড়ুন: ডিএমপি কমিশনারের অবসরের প্রজ্ঞাপন জারি
অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরেপুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।
জেবি/এসবি