Logo

ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:৪৩
24Shares
ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি
ছবি: সংগৃহীত

ভিসানীতি পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর উপরও কার্যকর হচ্ছে-এমন আলোচনার মধ্যেই পুলিশ প্রধান এ মন্তব্য করলেন।

বিজ্ঞাপন

ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ভিসানীতি পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর উপরও কার্যকর হচ্ছে-এমন আলোচনার মধ্যেই পুলিশ প্রধান এ মন্তব্য করলেন।

বিজ্ঞাপন

মার্কিন নতুন ভিসা নীতি কার্যকরের ঘোষণার পর জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলোচনা হচ্ছে ভিসা নীতির কারণে পুলিশে প্রভাব পড়বে। ভিসা নীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে কি না? এমন প্রশ্নে আইজিপি বলেন, “ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করি না।”

বিজ্ঞাপন

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব অস্ত্র কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বিজ্ঞাপন

অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরেপুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD