তামিম-সাকিব দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে মাশরাফী!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগের দিন সোমবার (২৫ সেপ্টেম্বর) নানা রকমের নাটকীয়তার মধ্য দিয়ে গেছে দেশের ক্রিকেট।
বর্তমানে ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান ও সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইস্যুতে উত্তাল ক্রিকেটাঙ্গন।
এমন পরিস্থিতিতেই কিছুক্ষণ পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের ১৩তম আসরের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। ঠিক এর আগ মুহূর্তে বিসিবিতে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।
এদিন দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেছেন মাশরাফি। এর মিনিট ৩০ পরেই সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবিতে আসেন।
আরও পড়ুন: বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রবেশের পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে ম্যাশকে কথা বলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তামিম-সাকিব ইস্যুতেই বিসিবিতে এসেছেন সাবেক এই অধিনায়ক।
কিছুক্ষণ পরই সাকিব-তামিম দ্বন্দ্ব ইস্যুতে বিসিবি বসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ম্যাশের।
আরও পড়ুন: ফের জরিমানা গুনলেন বাবর আজম
এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর তামিম জানিয়েছিলেন তিনি এখনো শতভাগ ফিট নন। যে কারণে পরের ম্যাচেই তাকে বিশ্রাম দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে খেলতে চান তামিম। বোর্ড সভাপতিকেও এই বিষয়ে জানিয়েছেন তিনি। এতেই আপত্তি জানিয়েছেন সাকিব। এমনটা হলে অধিনায়কত্বও নাকি ছাড়তে চান সাকিব।
জেবি/এসবি