স্বর্ণপদক প্রাপ্ত ক্বারী ও ইসলামী সংগীত শিল্পী শামীমুর রহমানের কারাদণ্ড


Janobani

আজাহারুল ইসলাম সুজন

প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩


স্বর্ণপদক প্রাপ্ত ক্বারী ও ইসলামী সংগীত শিল্পী শামীমুর রহমানের কারাদণ্ড
ইসলামী সংগীত শিল্পী শামিমুর রহমান

স্ত্রীর করা মামলায় স্বর্ণপদক প্রাপ্ত ক্বারী ও ইসলামী সংগীত শিল্পী শামিমুর রহমানকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন এর আদালত এ রায় ঘোষনা করেন। শামীমুর রহমানকে ১ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোঃ হায়দার তানভীরুজ্জামান।


মামালার অভিযোগ থেকে যানা যায়, ২০২০ সালের ২৪ জুলাই পারিবারিক ভাবে বিয়ে করেন শামীমুর রহমান। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী ও শশুরের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন। নিজের বাড়ী নির্মানের জন্য শশুরের নিকট থেকে মোটা অংকের টাকাও নেন শামীমুর। পরবর্তীতে সৌদি আরব যওয়ার জন্য আবারও ৪ লক্ষ টাকা দাবি করেন এবং টাকা না দিলে স্ত্রীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করবেন বলে জানান।


এঘটনায় ২০২১ সালের ২৫ আগষ্ট শামীমুর রহমানের স্ত্রী জুলিয়া বেগম বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে কেরানীগঞ্জ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মমলার শুরু থেকেই পালাতক রেয়েছেন শামীমুর রহমান।