সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৭ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: প্রতিনিধি

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় স্থানীয় সরকার বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 


সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।


আরও পড়ুন: লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর


সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এরআগে, আবু আলম শহীদ খানকে দুপুর ২টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়।


রবিবার রাতে শহীদ খানকে তার বাসা থেকে  গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।


আরও পড়ুন: আপিল বিভাগের রায়ে ন্যায়বিচার মিলেছে: ব্যারিস্টার কায়সার কামাল


গত ২৮ অগাস্ট ডিআরইউতে মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে হামলার পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬জনকে যে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন।


আরএক্স/