সাভারের ছাত্র হত্যা মামলায় চার্জশিট দাখিল, শেখ হাসিনাসহ অভিযুক্ত ২০৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) আদালতে দাখিল করেছে পুলিশ। প্রায় এক বছর তদন্তের পর বৃহস্পতিবার চার্জশিট জমা দেওয়া হয় বলে শনিবার সকালে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
এর মধ্যে একটি মামলা সাভার মডেল থানায় এবং দুটি মামলা আশুলিয়া থানায় দায়ের হয়েছিল। সাভার মডেল থানার মামলায় শহীদ নবী নুর মোড়লের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখ করেছিলেন। তদন্ত শেষে ১১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। বাকি ১৮ জনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
আরও পড়ুন: লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর
এই মামলার চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ ১১৪ নেতা-কর্মী।
অন্যদিকে আশুলিয়া থানার মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মামুন খন্দকারের স্ত্রী সাথী বাদী হয়ে ৩৩ জনকে আসামি করেছিলেন। তদন্তে আরও ১৯ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। ফলে মোট ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায়ও সাবেক এমপি সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা অভিযুক্ত হয়েছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জপন্থী দ্বন্দ্ব আড়াল রাখতেই দ্বিতীয় দফায় আইজিপি হন মামুন
আশুলিয়ার অপর মামলায় শহীদ রমজান আলীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ৬০ জনকে নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিলেন। তদন্ত শেষে ৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানিয়েছেন, সাভার-আশুলিয়া-ধামরাই এলাকায় দায়ের হওয়া অন্যান্য মামলাগুলোতেও তদন্ত চলছে। পর্যায়ক্রমে সেগুলোর প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: আপিল বিভাগের রায়ে ন্যায়বিচার মিলেছে: ব্যারিস্টার কায়সার কামাল
পুলিশ জানায়, আন্দোলন সংশ্লিষ্ট ৮১ মামলায় ইতোমধ্যে এক হাজারের বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। জুলাই বিপ্লবে সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকায় ৭১ জন শহীদের তথ্য সংগ্রহ করা হয়েছে।
এএস