শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই আজ প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তানজিদ, লিটন ও মিরাজের দাপুটে ব্যাটিংয়ে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। আগে ব্যাট করে বাংলাদেশকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। জবাবে ৪৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মিরাজের দল। এই জয়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মাতাবে সাকিব-মুশফিকরা।
এই ম্যাচে চাইলে স্কোয়াডের সব ক্রিকেটারেরই অংশ নেওয়ার সুযোগ ছিল। তবে ব্যাট বা বল করতে পারতেন সর্বোচ্চ ১১জন।
রান তাড়া করে বাংলাদেশের সামনে ছিল আত্মবিশ্বাস বাড়ানোর পরীক্ষা। অনেকদিন ধরেই দলের ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না। প্রস্তুতি ম্যাচ হলেও স্বস্তির বার্তাই ছিল ব্যাটিংয়ে, বিশেষত উদ্বোধনী ব্যাটাররা ভরসা যুগিয়েছেন দলকে। লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিমের জুটিতে বাংলাদে পেয়েছে একশ ছাড়ানো উদ্বোধনী জুটি।
দুজনেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। লিটন দাস রান খরা কাটিয়ে খেলেছেন বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মতো ইনিংস। ১০ চারে ৫৬ বলে ৬১ রান করে হেমন্তার বলে মাথিশা পাথিরানার হাতে ক্যাচ দেন তিনি। তানজিদ তামিমও দেন ভালো কিছু করতে পারার আশা। ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন তিনি।
আরও পড়ুন: শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপে সাকিবের খেলা নিয়ে
ব্যাটিংয়ে নামা ব্যাটারদের মধ্যে রান পাননি কেবল তাওহীদ হৃদয়। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ভেল্লালগের শিকার হন তিনি। দলের জয়ের বাকি পথটা পাড় করেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। ৬৪ বলে ৬৭ রান করেন মিরাজ, ৪৩ বলে ৩৫ রান আসে মুশফিকের ব্যাট থেকে।