এশিয়ান গেমসে টেনিসে সোনা ভারতের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩


এশিয়ান গেমসে টেনিসে সোনা ভারতের
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে টেনিসে সোনা  জিতেছে ভারত। সাংহাও হুয়াং- এন শাও লিয়াং জুটিকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না- ঋতুজা ভোঁসলে।  প্রথম সেট হেরেও দারুণ প্রত‍্যাবর্তন ভারতীয় জুটির।


৪৩ বছর বয়সে বেশির ভাগ খেলোয়াড় অবসরের পথে ছুঁটেন। কিন্তু এখনও বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন বোপান্না।


এশিয়ান গেমসে ভারতীয় টেনিস প্লেয়াররা বরাবরই প্রত‍্যাশা পূরণ করেন। কিন্তু এবারই অন‍্যত্র ছিল। শেষপর্যন্ত বোপান্না- ঋতুজার হাত ধরে এল সোনা।


চীনা- তাইপে জুটি যেভাবে শুরু করেছিলেন, মনে হয়েছিল রুপোতেই আটকে যাবে ভারতীয় জুটি। শুরু থেকেই আগ্রাসী টেনিস খেলার চেষ্টা করে প্রতিপক্ষ।


২-৬ এ প্রথম সেট হারেন বোপান্নারা। কিন্তু দ্বিতীয় সেটে দারুণ প্রত‍্যাবর্তন। দ্বিতীয় সেট জেতার পর টাইব্রেকারে বিপক্ষকে দাঁড়াতেই দেয়নি।


এবার টেনিস  থেকে প্রথম সোনা ভারতের। এশিয়ান গেমসে মোট নবম সোনা।


জেবি/এসবি