প্রেম করে বিয়ে, ৫ মাসের মধ‍্যেই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩


প্রেম করে বিয়ে, ৫ মাসের মধ‍্যেই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
প্রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

প্রেম করে বিয়ে করার ৫ মাসের মধ‍্যেই অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর। গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে আত্মহত্যার দাবি শ্বশুরবাড়ির লোকজনের। 


পুলিশ সূত্রে জানা যায়, ৫ মাস আগে প্রেম করে বিয়ে হয় ভারতের পশ্চিমবঙ্গের চুঁচুড়ার মল্লিক কাশেম হাটের বাসিন্দা অভিজিৎ সাহা এবং কোদালিয়ার বাসিন্দা প্রিয়া চক্রবর্তীর। 


মৃত গৃহবধূর বাবা জানান, তাকে শনিবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফোন করে হাসপাতালে আসতে বলা হয়। ইমামবাড়া হাসপাতালে এসে দেখেন তাঁর মেয়ে হাসপাতালের এমার্জেন্সির সামনে স্ট্রেচারে শোয়ানো। গলায় দড়ির ফাঁসের দাগ। 


তার অভিযোগ, মেয়েকে মেরে ফেলা হয়েছে। পাল্টা প্রিয়ার শাশুড়ি বলেন, তাঁদের মধ‍্যে কোনও ঝগড়া অশান্তি ছিল না। মেয়ের মতনই তাঁর বাড়িতে ছিল বৌমা। কেন এই ধরণের ঘটনা তা বুঝে উঠতে পারছেন না তারা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে চুঁচুড়া থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে তদন্ত শুরু হয়েছে।


আরএক্স/