ময়মনসিংহে বিএনপির রোডমার্চে পথে পথে জনতার ঢল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩


ময়মনসিংহে বিএনপির রোডমার্চে পথে পথে জনতার ঢল
বিএনপির রোডমার্চ

প্রখর রোদ উপেক্ষা করে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির ১৪৪ কিলোমিটার র্দীঘ ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চের পথে পথে জনতার ঢল নেমেছে। এ সময় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে রোডমার্চের শত শত গাড়ীবহরে ব‍্যাপক যানজটের সৃষ্টি হয়। 


রবিবার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিশোরগঞ্জ মহাসড়কে এই যানজটের ঘটনা ঘটে। 


এ সময় ময়মনসিংহ নগরীর ব্রীজমোড় থেকে গৌরীপুর উপজেলার গাজীপুর পযর্ন্ত ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে হাজার হাজার যানবাহন যানজটে আটকা পড়ে। এতে ট্রাফিক পুলিশের কোন ত‍ৎপরতা চোখে পড়েনি।


এদিকে রোডমার্চকে স্বাগত জানিয়ে সাহেব কাচারী সংলগ্ন গৌরীপুর সীমানা এলাকায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, কলতাপাড়া বাজার এলাকায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.নূরুল হক, শিবপুর বাজার এলাকায় রোডমার্চকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান।


এছাড়াও ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের উত্তর জেলা বিএনপির সদস‍্য এড. শাজাহান কবীর সাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পথে পথে রোডমার্চকে স্বাগত জানান। 


এর আগে সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের  ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকায় সমাবেশের মধ‍্য এই রোডমার্চ শুরু হয়। এতে নেতাকর্মীদের বহনকারী শত শত গাড়ী অংশ গ্রহন করে। 


এই রোডমার্চের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।


এতে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি নিলুফার ইয়াসমিন মনি, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ শফিকুল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল প্রমূখ।


আরএক্স/