গুগল ম‍্যাপ ফলো করে নদীতে পড়ল গাড়ি, ২ চিকিৎসক নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩


গুগল ম‍্যাপ ফলো করে নদীতে পড়ল গাড়ি, ২ চিকিৎসক নিহত
ছবি: সংগৃহীত

গুগলম‍্যাপ অনুসরণ করে চরম পরিণতি হয়েছে ভারতের কেরলের ২ চিকিৎসকের। তাদের গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীতে।  পানিতে ডুবে মৃত্যু হয়েছে ২ চিকিৎসকের। আহত আরও ৩ জন।


পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১ অক্টোবর ) রাত সাড়ে ১২ টায় গোথুরুথে দুর্ঘটনাটি ঘটেছে। গভীর রাতে ভারী বৃষ্টির মধ‍্যে দৃশ‍্যমানতা কম ছিল।


তার জন‍্য গুগ‍ল ম‍্যাপ অনুসরণ করে যাচ্ছিলেন তাঁরা। সেই  রাস্তাতে ম‍্যাপ অনুযায়ী বামদিকে মোড় নিতে বলে। চালক সামনে এগিয়ে যান এবং গাড়িটি সরাসরি পেরিয়ার নদীতে পড়ে যায়।


আরও পড়ুন: চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন যারা


দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশ খবর দেন। ২ চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


পুলিশ জানিয়েছে, মৃত ২ চিকিৎসকের বয়স ২৯ বছর। বেসরকারি এক হাসপাতালে কাজ করতেন একসঙ্গে।


জেবি/এসবি