তুরস্কে বোমা হামলা, গ্রেফতার ৬৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩


তুরস্কে বোমা হামলা, গ্রেফতার ৬৭
ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলার ২ দিন পর কুর্দি যোদ্ধাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কমপক্ষে ৬৭ জনকে আটক করেছে তুর্কি পুলিশ।


তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলছেন, “নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) 'গোয়েন্দা কাঠামোর' অংশ সন্দেহে তুরস্কের ১৬টি প্রদেশে অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করেছে পুলিশ।”


সোশ্যাল মিডিয়ায় মাধ্যম এক্স-এ ইয়ারলিকায়া লিখেছেন, ৫টি প্রদেশে পৃথক অভিযানে আরও কমপক্ষে ১২ জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে আটক করা হয়েছে।


আরও পড়ুন: মহারাষ্ট্রের হাসপাতালে একদিনে ২৪ জনের মৃত্যু


প্রায় ১৩ হাজার ৪০০ নিরাপত্তা কর্মী এই অভিযানে অংশ নিয়েছিলেন বলেও জানান মন্ত্রী।


আরও পড়ুন: পাঞ্জাবে নিখোঁজ ৩ বোনের মৃতদেহ উদ্ধার


তুরস্কের রাজধানী আঙ্কারায় গত রবিবার (১ অক্টবর)  সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা হয়। এর দায় স্বীকার করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় আঙ্কারা। তুরস্কের পক্ষ থেকে ঘটনার দিনই ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।


জেবি/এসবি