বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দুঃসংবাদ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩


বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দুঃসংবাদ
ফাইল ছবি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে খবর বলছে, এবারের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও এ বিষয়ে রজার বিনির বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


তবে জি নিউজ ‘রেভ স্পোর্টজের’ বরাতে জানায়, আগামী ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলে সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশটি। তবে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান থাকছে আগের মতোই।


কিন্তু ঠিক কী কারণে উদ্বোধনী আয়োজন থেকে সরে আসতে চাইছে ভারত, তা এখনো পরিষ্কার নয়। অনেকে মনে করছে, নিরাপত্তা একটি কারণ হতে পারে।


আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ: বাটলারের পছন্দের ৫ ক্রিকেটার


বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফর্ম করার কথা ছিল আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ আরো অনেক ভারতীয় তারকার।


তবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে ‘ক্যাপ্টেনস ডে’। 


আরও পড়ুন: সাকিবকে নিয়ে শান্তর সুখবর


যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই এ বিষয়ে চূড়ান্ত খবর পেতে ক্রিকেটপ্রেমীদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। 


আগামী ৫ অক্টোবর মাঠে গড়াচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের প্রথম খেলা।


জেবি/এসবি