নেপালে জোড়া ভূমিকম্পে কাঁপল দিল্লি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩


নেপালে জোড়া ভূমিকম্পে কাঁপল দিল্লি
ফাইল ছবি

মাত্র ২৫ মিনিটের ব্যবধানে শক্তিশালী জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। অপরটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। একই সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্যেও।


মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে নেপালে। এর ২৫ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে।


আরও পড়ুন: পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


এদিকে, নেপালে আঘাত হানা দুইটি ভূমিকম্পের মাত্রার ব্যাপারে ভিন্ন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গণমাধ্যম বলছে, নেপালে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের ২৫ মিনিট পর ২টা ৫১ মিনিটে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস নেপালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে। 


আরও পড়ুন: জাপানের ডেঙ্গু টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার


ইউএসজিএস বলছে, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।


তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি, রয়টার্স


জেবি/এসবি