ইবিতে র্যাগিংকাণ্ডে ছাত্র বহিষ্কার, মূলফটক আটকিয়ে প্রতিবাদ শিক্ষার্থীদের
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ে জড়িত ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা সংবাদ মাধ্যম গুলোতে প্রচারের পরপরই মূল ফটক আটকিয়ে এ আদেশ তুলে নেয়ার দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। ফলে ভোগান্তিতে পড়ে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৪ টা থেকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ গামী শিক্ষক ও শিক্ষার্থীদের বাসগুলো আটকিয়ে আন্দোলন করেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসে সন্ধ্যা ৬ টায় আন্দোলন আজকের দিনের মতো স্থগিত করেন তারা।
আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা যায়, কোনোরকম শো-কজ না করে এরুপ একটি সিদ্ধান্ত তারা মানতে নারাজ। র্যাগিংয়ের কিরুপ প্রমাণ পাওয়া গেছে তা সাধারণ শিক্ষার্থীদের সামনে নেয়ে আসারও দাবি জানানো হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
আন্দোলনকারীরা আরও বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত নয় এবং সিন্ডিকেটে এই সিদ্ধান্তকে চূড়ান্ত রুপ দেয়া যাবেনা। এছাড়াও বিচারে নিয়োজিত তদন্ত কমিটিকে অপসারণ করে নতুন কমিটি দিতে হবে বলে জানান তারা।
তবে এ ঘটনায় নিজের বক্তব্য ক্লিয়ার করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ আজাদ। তিনি বলেন, জড়িতদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। তাদের জবাবের প্রেক্ষিতে ছাত্র-শৃঙ্খলা কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত নেয়া হবে। আপাতত তদন্ত কমিটির প্রতিবেদনের সাপেক্ষে পর্যালোচনা করে বহিষ্কারের সুপারিশ করেছে ছাত্রশৃঙ্খলা কমিটি।
আরএক্স/