একদিনে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এক হাজার ৩০ জনের মারা যান। অন্যদিকে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ৭৯৯ জন রোগী।
মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজধানী ঢাকার ৭ জন এবং ঢাকার বাইরে ৬ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির বাসিন্দা ৬৮২ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ১১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকায় ছয় হাজার ২৫৮ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৯৪০ জন।
আরও পড়ুন: জাপানের ডেঙ্গু টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ এক হাজার ৪৫৫ জন।
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
জেবি/এসবি