বিশ্বকাপে সাকিবদের শুভকামনা জানালেন তামিম ইকবাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আরো বৃদ্ধি করছে বিশ্বকাপ ঘিরে প্রকাশিত থিমসং গুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। এখন পর্যন্ত বেশ কয়েকটি বিশ্বকাপের গান প্রকাশ হয়েছে। যা দর্শকমহলেও তুমুল সাড়া ফেলেছে।
তেমনই একটি বিশ্বকাপের গান শেয়ার করে টাইগারদের শুভ কামনা জানিয়েছেন বিশ্বকাপ দলে ঠাঁই না পাওয়া তামিম ইকবাল।
আরও পড়ুন: আফিফের ঘূর্ণি জাদুতে সেমিতে বাংলাদেশ
টেলকম কোম্পানী রবির অর্থায়নে অর্থহীন ব্রান্ডের বিশ্বকাপ গানের কিছু অংশ ‘সময় এসেছে বাংলাদেশ, এবার পারবে তুমিও জিতে যেতে; আশা আছে সবার’- শেয়ার করে তামিম ইকবাল আরও লিখেছেন, “শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।”
জেবি/এসবি