কুবির আইসিটি বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩


কুবির আইসিটি বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আইসিটি বিভাগে নবীন বরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি বিভাগে  আয়োজিত হয়েছে "নবীনবরণ ও প্রবীণ বিদায়-২০২৩"। 


বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়। 


আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদুল হাসান।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, 'আমাদের ভার্সিটি গুচ্ছ পদ্ধতিতে অনেক এগিয়ে কারণ আমাদের শিক্ষকরা সময়ানুবর্তিতা মেনে চলেন। আমি ভার্সিটির জন্য কিছু করতে এসেছি। তোমরা জীবনের উচ্চ লক্ষ্য স্থির করবে এবং লক্ষ্য পূরণের জন্য নিয়মিত চেষ্টা করবে। সর্বশেষে সবাইকে স্বাগত জানিয়ে বলবো, এগিয়ে যাবে সবসময়। '


সবশেষে অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: সাইফুর রহমান বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কাজ বাস্তবায়ন হচ্ছে। গবেষণায় ভালো করার জন্য টিচারদের ভিসি বৃত্তি প্রদান, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উচ্চ গতির ইন্টারনেট প্রদানসহ নানা কাজ ভিসি স্যার করছেন। শিক্ষার্থীদের বলবো আইসিটি বিভাগ এবং প্রকৌশল অনুষদকে যদি সামনের দিকে এগিয়ে নিতে চাও তাহলে কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করো না'।


আরএক্স/